1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

কু‌মিল্লা সদর দ‌ক্ষিন ম‌ডেল থানার এসআই খা‌দেমুল বাহার ক‌রোনা আক্রান্ত

এমইএস :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ১০৪০ বার পঠিত
এসআই খা‌দেমুল বাহার

কু‌মিল্লা সদর দ‌ক্ষিন ম‌ডেল থানার জন‌প্রিয় পু‌লিশ কর্মকর্তা এসআই খা‌দেমুল বাহার করোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়েছেন। গত তিন দিন ধ‌রে বাসায় আই‌সো‌লেশ‌নে থে‌কে চি‌কিৎসা গ্রহন কর‌ছেন তি‌নি। দীর্ঘ‌দিন এ পু‌লিশ কর্মকর্তা সদর দ‌ক্ষিন ম‌ডেল থানায় কর্মরত  থে‌কে এলাকার  জনসাধার‌ন‌কে পু‌লি‌শি সেবা দেওয়ার পাশাপা‌শি ক‌রোনা ভাইরা‌সের বি‌ভিন্ন বিষ‌য়ে স‌চেতনতা মুলক প্রচার প্রচারনায় য‌তেষ্ট ভু‌মিকা পালন ক‌রে আস‌ছেন। দে‌শে ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে চি‌কিৎস‌কের পাশাপা‌শি সম্ম‌ুখ যোদ্ধা হি‌সে‌বে কাজ কর‌ছেন পু‌লিশ বা‌হিনীর সদস‌্যরা।

বাংলাদেশ পুলিশের মোট ১৪ হাজার ১৮৩ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরাই। চল‌তি মা‌সের ২৫ জুলাই পর্যন্ত করোনাযুদ্ধে ৬১ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com