1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

শ্যামপুরে অবৈধ অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার পঠিত

রাজধানীর শ্যামপুর থানা এলাকা হতে অবৈধ পাইপগান ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শ্যামপুর থানা।

গ্রেফতারকৃতের নাম মোঃ নান্নু মিয়া। এ সময় তার হেফাজত থেকে ১টি পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম ডিএমপি নিউজকে জানান, থানার টহল পুলিশ তথ্য পায় দুইজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য শ্যামপুর থানার জুরাইন রেল গেইট এলাকার জুরাইন টাওয়ারের সামনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ আগস্ট) বিকাল ৫:৪০ টায় উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নান্নুকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে দেশীয় পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নান্নু জানায় সে অস্ত্রটি বিক্রয়ের জন্যে অপেক্ষা করছিল।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com