কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি বিমান শাখার ক্যাডেট কর্পোরাল (২০০৪-২০০৫ সেশনের) মাশরুম কন্যা ফয়জুন্নেসা মুন্নী আজ সকালে ঢাকা থেকে কুমিল্লা ফেরার পথে মদনপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। ( ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজীউন)
এছাড়াও মুন্নী ছিল পথিকৃৎ সমাজ কল্যান সংস্থার কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় ‘ জয়িতা’ পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা, মাসরুম কন্যা হিসেবে সবার নিকট পরিচিত ছিল ফয়জুন্নেসা মুন্নী। তার মৃত্যুর সংবাদ শুনে পরিবার, আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আমাদের সমাজে নারীরা অবলা ও অসহায় এ ধারণা কে মিথ্যা প্রমানিত করে যে ক’জন নারী ঘুরে দাঁড়িয়েছেন মুন্নী তাদের মধ্যে অন্যতম। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সহকর্মীদেরকে ও অনুপ্রাণিত করতেন।নিজ পেশার বাহিরে নারী উদ্যোক্তা মেলা, ইয়াং এন্টারপ্রেনিউর সামিট, বৃক্ষমেলা,বিএনসিসি, অধুনা থিয়েটার সহ বহু সামাজিক সংগঠন ও কার্যক্রমের সাথে যুক্ত থেকে কাজ করেছে মুন্নী।
তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার ক্যাডেটবৃন্দ, ভিক্টোরিয়ান এয়ার এক্স ক্যাডেট এসোসিয়েশন, নাগরিক খবর পরিবার, শোক প্রকাশ করেন পথিকৃৎ সমাজ কল্যান সংস্থার সভাপতি ডাঃ আতাউর রহমান জসীম ও সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল হক স্বপন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মুন্নীর অকাল মৃত্যু আমাদের কাম্য ছিল না। কুমিল্লাবাসী একজন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তা কে হারালো আর আমরা হারালাম প্রিয় সহকর্মী কে। তার পরিবার এ শোক কাটিয়ে উঠুক,আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুক এ প্রার্থনা করছি।