মহামারির প্রতি
ব্যক্তি হেরে যেতেই পারে,
মানুষ হারেনি।
মহামারি তোমাকেই তাই বলছি,
মাটির গভীর সবুজ থেকে বলছি….
….বলছি নেলসন ম্যান্ডেলার দীর্ঘ কারাবাসের
নির্জন বারান্দা থেকে….
মাদার তেরেসার বয়সের ভারে নত
অথচ কেমন সমৃদ্ধ চাহনির উজ্জ্বলতা থেকে।
হিরোশিমার লেলিহান শিখার মাঝে
শহরের পাশে বয়ে চলা শান্ত নদী,
যে নদী মুছে দিল দগ্ধ হবার তীব্র যন্ত্রণা
সে নদীর তলদেশের মাটির দোহাই
দিয়েই বলছি….
ব্যক্তি হেরে যেতেই পারে,
মানুষ হারেনি।
মো: আজিম-উল-আহসান পুলিশ সুপার র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন সাবেক কুমিল্লার অতি: পুলিশ সুপার