পুলিশ না হয়েও পুলিশের ন্যায় ওয়াকিটকি ব্যবহার, পুলিশের মনোগ্রাম গাড়িতে লাগিয়ে জন সাধারণের নিকট আসল পুলিশ সেজে প্রতারণা করার অভিযোগে দুইজন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মুর্তুজা আল নাছির ওরফে মাহি ও মোঃ জামাল হোসেন ওরফে জসিম।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম নাগরিক খবরকে জানান, রবিবার (১ আগস্ট, ২০২১) ডিবি পুলিশের নিকট তথ্য আসে যে কিছু লোক মোহাম্মদপুর এলাকায় পুলিশের সরঞ্জাম ব্যবহার করে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম তাৎক্ষনিক মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ মাহি ও জসিমকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গ্রেফতারকৃতরা পুলিশের স্টিকার যুক্ত মনোগ্রাম ও পুলিশের গাড়িতে ব্যবহৃত সাইরেন এর ন্যায় হুবহু সাইরেন সংযুক্ত মাইক্রোবাসে অবস্থান করছে। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে পুলিশের ন্যয় ব্যবহৃত একটি ওয়াকিটকি, একটি সিগন্যাল লাইট, একটি ভিআইপি লাইট ও পুলিশের মনোগ্রাম সম্বলিত স্টিকার উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি।
গ্রেফতারকৃতরা মূলত পুলিশ সেজে জনগণকে পথরোধ করে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। পরবর্তী সময়ে নির্জন স্থানে গিয়ে তাদের সর্বস্ব লুটে নিয়ে রাস্তায় ছেড়ে দেয়। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।