1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটির সভাপতি বাবর সাধারণ সম্পাদক জুয়েল ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত

মাদক মামলায় দুপুরে কারাগারে, সন্ধ্যায় জামিন

বগুড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪১১ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে আব্দুল খালেক রঞ্জু (৫০) নামে পলাতক এক মাদক কারবারীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে ওইদিন সন্ধ্যায় জামিনে বের হয়ে তাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়।

মাদক কারবারি আব্দুল খালেক রঞ্জু উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়ার গোলাম রহমানের ছেলে। গতকাল দুপুরে উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডেমাজানী এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পন্ডিতপাড়ার মাদক সম্রাট আফতাব হোসেন ওরফে পেতারের মেয়ে মৌসুমী আক্তারকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় মাড়িয়া গ্রামের আরেক মাদক সম্রাট আব্দুল খালেক রঞ্জু কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় মৌসুমী আক্তার ও রঞ্জুকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

পরে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা অভিযান চালিয়ে রঞ্জুকে গ্রেপ্তার করেন। দুপুর দেড়টার দিকে রঞ্জুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিন্তু সন্ধ্যায় ওই মাদক কারবারিকে নিজ এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা।

মতিউর রহমান মতি নামে স্থানীয় এক ব্যক্তি জানান, আব্দুল খালেক রঞ্জু এলাকায় দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন বিক্রি করে আসছেন। তার স্ত্রী ও ছোটভাই মোহাম্মাদ আলী মাদক ব্যবসা করে আসছেন। এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের পর সন্ধ্যায় জামিন নিয়ে তাকে এলাকায় ঘুরতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আসামি আব্দুল খালেক রঞ্জুকে পূর্বের মাদক মামলায় গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com