মানবিকতার শ্রেষ্ঠত্ব প্রমান দিয়ে যাচ্ছে কুমিল্লার বিবেক টিম। পবিত্র ঈদুল আযহার দিন সবাই কোরবানির গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত যখন তখন বিবেক সদস্যরা পরিবার পরিজন ছেড়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাফন নিয়ে ব্যস্ত। ঈদের দিন কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া আটজনের মৃতদেহের গোসল , কাফন দাপন সম্পুর্ন করে বিবেক টিমের সদস্যরা।
“বিবেক” এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু’র নেতৃত্বে “বিবেক” সদস্যরা স্বজন হারা মানুষের আর্তনাদে নিজেদের পরিবার-পরিজনের সাথে ঈদ আনন্দ উদযাপন না করে মানবিকতার ডাকে একের পর এক ছুটে চলেছেন করোনায় মারা যাওয়া লাশের পাশে।
ঈদের দিন করোনায় মারা যাওয়া কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়ন, গজারিয়া মজুমদার বাড়ী নিবাসী মোঃ মোস্তফা কামাল মজুমদারের স্ত্রী মোসাঃ মোরশেদা বেগম(৫৫) করোনা উপসর্গ নিয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। “বিবেক” এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু’র নেতৃত্বে বিবেক এর সদস্যরা মরহুমার গোসল-কাফন-জানাজা শেষে কবরস্থানে প্রথম দাফন সম্পন্ন করে।
ঈদের দিন করোনায় মারা যাওয়া ব্যক্তিদের গোসল,কাফন ও জানাজা, দাফন করা বিবেক টিমের অপরাপর ব্যক্তিদের পরিচয় ক্রমানয়ে দেওয়া হল।
দ্বিতীয় দাফন !!
কুমিল্লা জেলা, আদর্শ সদর উপজেলা, ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন, দৌলতপুর দক্ষিণপাড়া নিবাসী মরহুম মোঃ রফিকুল ইসলাম এর স্ত্রী মোসাঃ নুরজাহান বেগম করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন।
তৃতীয় দাফন!!
কুমিল্লা জেলা, চান্দিনা উপজেলা, ১০নং গল্লাই ইউনিয়ন, কংগাই গ্রাম নিবাসী মোঃ হারুন অর রশীদ এর স্ত্রী মোসাঃ নাসিমা বেগম(৩৫) করোনায় আক্রান্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
চতুর্থ দাফন!!
কুমিল্লা জেলা, বুড়িচং উপজেলা, বাকশিমুল ইউনিয়ন, বলারামপুর নিবাসী মরহুম মোঃ মহরম আলী’র পুত্র মোঃ সিরাজুল ইসলাম(৭০) করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পঞ্চম দাফন!!
কুমিল্লা সিটি করপোরেশন, ৯নং ওয়ার্ড, বাগিচাগাও নিবাসী মোঃ মনজুর হোসাইন এর স্ত্রী মোসাঃ সাজেদা বেগম(৭০) করোনায় আক্রান্ত কুমিল্লা মুন স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ষষ্ঠ দাফন !!
কুমিল্লা জেলা, চৌদ্দগ্রাম উপজেলা, পূর্ব চান্দিশকরা, মুন্সিবাড়ী নিবাসী মরহুম মোঃ আবদুল গফুর এর পুত্র মোঃ আবুল কাসেম করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সপ্তম দাফন !!
কুমিল্লা জেলা, আদর্শ সদর উপজেলা, ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন, ধর্মপুর নিবাসী মোঃ জোনাব আলী’র স্ত্রী মোসাঃ ফরিদা(৬০) করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
অষ্টম দাফন!!
কুমিল্লা সিটি করপোরেশন, ৭নং ওয়ার্ড, অশোকতলা নিবাসী মোঃ মোবারক আলী’র স্ত্রী মোসাঃ সালেমা খাতুন(৭৫) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।