দেশের জন্য জীবন উৎসর্গ করলেন পুলিশের আরোও এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার এই কৃতি সন্তান দেশের মানুষের সেবা করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার,রাঙ্গামাটি এপিবিএন এ কর্মরত থাকা অবস্থায় আহসান হাবীব ও তার স্ত্রীসহ করোনা আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত আনুমানিক সাড়ে বারটার সময় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ি– রাজিউন)। তিনি ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত ছিলেন । অত্যন্ত ভদ্র, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পুলিশ বাহিনীতে সুনামের সাথে কাজ করে আসছিলেন তিনি। দেশের জন্য তার আত্বদান জাতি কখনও ভুলবে না।
আহসান হাবীবের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন পুলিশ প্রধান ড.বেনজীর আহমেদ পিপিএম বিপিএম বারসহ পুলিশের সকল ঊদ্ধত্বন কর্মকর্তাবৃন্দ। অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক জানান কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম। তিনি তার আত্মার শান্তি কামনা করে পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।