স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছে জাসদ। করোনা সংকট মোকাবিলায় ব্যর্থতার জন্য তার পদত্যাগ দাবি করেছে দলটি। গত শুক্র ও শনিবার কেন্দ্রীয় কার্যকরী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত হিসেবে এ দাবি করা হয়। পাশাপাশি করোনা মোকাবিলায় দ্রুত জাতীয় কমিটি গঠনের দাবিও করেছে জাসদ।
ভার্চুয়াল ওই সভার সভাপত্বি করেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। সভায় করোনা মহামারি ও নারায়ণগঞ্জের কারখানায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব আনা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং স্থায়ী কমিটি ও কার্যকরী কমিটির নেতারা।শিক্ষাখাতে অটোপাশ নীতি বিবেচনা করা উচিত না বলে মনে করছে বাংলাদেশ জাসদ। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালু দাবি করেছে দলটি। প্রান্তিক শিক্ষার্থীদের টিকার আওতায় আনার দাবিও করেছে দলটি।