রাজধানীর দারুসসালাম থেকে ৭ হাজার ৭৮০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক মাদক কারবারীর নাম মো. হেলাল মিয়া (৫৫)। তার বাড়ি রংপুরে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মাদকের চালান আসার খবরে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন নন্দরবাগে শাহজাহান ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসায়। রোববার সকাল সাড়ে ৭টায় শাহজাহান ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসের সামনে আরিচা-ঢাকা মহাসড়কের চেকপোস্টকালে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। সেখানে সুকৌশলে লুকানো অবস্থায় ৭ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রিত নগদ ১১ হাজার ১শ ৯০ টাকাসহ মাদক কারবারী হেলাল মিয়াকে আটক করা হয়।