কুমিল্লায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সং’ঘর্ষে ভাই-বোনসহ চারজন নি’হত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নি’হতরা সবাই লেগুনার যাত্রী।
নিহতরা হলেন- জে’লার বুড়িচং উপজে’লার গোবিন্দপুর গ্রামের মৃত নবী নেওয়াজ ভূইয়ার ছেলে কুয়েত প্রবাসী ওসমান গণি ভূইয়া (৪০) ও তার বোন রিপা আক্তার (৩৬), দেবিদ্বার উপজে’লার হোসেনপুর গ্রামের স্বর্গীয় বিপিন চন্দ্র সাহার ছেলে সাধন চন্দ্র সাহা (৫০) এবং মুরাদনগর উপজে’লার ছালিয়াকান্দি গ্রামের মোহাম্ম’দ আলীর ছেলে লেগুনা হেলপার সাজিদ (১৮)।নিহত দুই ভাই-বোনের স্বজনরা জানান, কোরবানির ঈদের গরু ক্রয় করতে টাকার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়ার পথে এ দু’র্ঘটনায় তারা মা’রা যান।হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পু’লিশ সুপার মোল্লা মোহাম্ম’দ শাহিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি উ’দ্ধার করা হয়েছে। ট্রাকটি জ’ব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ঘ’টনার পর থেকে পলাতক রয়েছে।