কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম এর সার্বিক নির্দেশনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের ২৪ ঘন্টার কর্মতৎপরতায় ১০ কেজি গাঁজা, ১০৫ পিস ইয়াবা, ২৮ বোতল ইস্কার্প সিরাপসহ দু্ইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।এছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত পলাতক ৩ জনকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী মডেল থানা পুলিশের কর্মতৎপরতা:
১।১০ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, যাহা কোতয়ালী থানার মামলা নং- ১১৪, তারিখ- ২৮/০৬/২০২১ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)(খ) ও ১০(ক)/৪১।
২। ২৮ বোতল ইস্কাফ সিরাফ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, যাহা কোতয়ালী থানার মামলা নং- ১১৫, তারিখ- ২৮/০৬/২০২১ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৩(খ)।
৩। কোতয়ালী থানার মামলা নং- ১১২, তারিখ- ২৭/০৬/২০২১ইং, ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড এর আসামী শ্রী কানু চন্দ্র বর্মন(৪৫), পিতা- হরেকান্ত বর্মন, গ্রাম- গোপালপুর, পোঃ বোর্ডের হাট, থানা- নাগেশর, জেলা- কুড়িগ্রাম, বর্তমানে-শুভপুর, বাংলালিংক টাওয়ারের পিছনে মোবারক মিয়ার রিক্সা গ্যারেজ, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
৪। কোতয়ালী থানায় জিআর নং-৭৮৬/১০ মূলে আসামী মোঃ রবিউল আওয়াল প্রঃ রবি, পিতা- মৃত তেতু মিয়া প্রঃ বোবা, গ্রাম- গাংচর, মাজারের পশ্চিম পাশের থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করা হয়।
৫। কোতয়ালী থানায় জিআর নং-১২৩/১০ মূলে আসামী মোঃ তামিম হোসেন শামীম, পিতা- হারুন মিয়া, মাতা- ফাতেমা বেগম, গ্রাম- হরিপুর, মৌলভী বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি