মাদক মুক্ত কুমিল্লা গড়তে মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার পৃথক ২টি অভিযানে সাড়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কুমিল্লা ডিবি পুলিশের একটি বিশেষ টিম রবিবার লালমাই থানাধীন দত্তপুর গ্রামের কুমিল্লা- লাকসাম রোডের নবনির্মিত আইটি সেন্টারের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মামুনকে গ্রেপ্তার করে।
পৃথক আরো একটি অভিযানে জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়ার বাজার ঘাসিগ্রাম মনিহার স্টোর নামক চা দোকান ও ভাই ভাই এন্টারপ্রাইজ নামক ভাঙ্গারি দোকানের সামনে রাস্তার উপর থেকে ২৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। ডিবি পুলিশের তদন্তে এ উদ্ধারকৃত গাঁজার মালিক পলাতক মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মোঃ রুবেল এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক দুজনের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।