নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুলতানা পারভীন জানান, বেশকিছু দিন ধরে ইসরাফিল আলম শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন। গত দুই সপ্তাহ আগে চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গত ১৪ জুলাই গ্রামের বাড়িতে যান।
তিনি আরো জানান, ২৩ জুলাই হঠাৎ করে গুরুতর অসুস্থ হলে আবারো তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। আজ অবস্থার অবনতি হলে তাকে লাইভ সাপোর্টে নেয়া হয়।