1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন

রাজধানী‌তে ভূয়া বা‌ড়ির মা‌লিক সে‌জে প্রতরণার অ‌ভি‌যো‌গে গ্রেফতার ২

‌সোহাগ উর রহমান/উত্তরা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৮২ বার পঠিত

রাজধানীর গুলশানে ভুয়া বাড়ির মালিক সেজে প্রতারণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত আসা‌মি- মোঃ খলিলুর রহমান ও আবু সাঈদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

উল্লেখ্য  গত ২৬ মে, ২০২১ সকাল ১০.৪৭ টায় জনৈক ফারহা হোসেন আলম (৬১) www.bikroy.com ওয়েব সাইটে দেখতে পান, গুলশানে অবস্থিত তার নিজ বাড়ি হেনা কুঞ্জ এর ছবি তুলে প্রতারক চক্র ভুয়া মালিক সেজে বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন লিংকে পোষ্ট দেয়। বিক্রয়ের বিজ্ঞপ্তিতে প্রতারক চক্র তাদের মোবাইল নাম্বার দেন। উক্ত মোবাইল নাম্বারে উৎসুক বাড়ির ক্রেতারা যোগাযোগ করেন। প্রতারক চক্রের সদস্যরা সুকৌশলে ভুয়া বাড়ির মালিক সেজে প্রতারণার মাধ্যমে তাদের নিকট হতে অর্থ আত্মসাৎ করে। ক্রেতারা বাড়ির ক্রয়ের উদ্দেশ্যে গুলশানে আসলে তারা প্রতারিত হয়েছে মর্মে বুঝতে পারেন। এ ঘটনায় গুলশান থানায় মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম নাগ‌রিক খবর‌কে বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযক্তির সহায়তায় গ্রেফতারকৃতদের অবস্থান সনাক্ত করা হয়। অতঃপর ১৩ জুন, ২০২১ (রোববার) বিকাল ০৫:৫০ মি‌নি‌টে  গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতাকৃতরা www.bikroy.com  সহ আরও বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে বাড়ির মালিকের বিনা অনুমতিতে বাড়ির ছবির বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন লোকজনের নিকট হতে অর্থ আত্মসাৎ করত।

গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com