রাজধানীর বংশালের কসাইটুলীতে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় জান্নাত (৪) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে তার ভাই ময়নুলেরও (১) মৃত্যু হয়। এতে দগ্ধ হয়ে তাদের বাবা-মা দুজনেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ লেনের হাবিবুল্লাহ বাহার সড়কের জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে ৪৪/১ নিচতলায় বিস্ফোরন হয়। এতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন শিশু দুটির বাবা-মা জাবেদ (৩৫) এবং শিউলি (২৫)।