ফেরাউন, খলিফার আমলেও কেউ আমলাতন্ত্রের বাইরে যেতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (৮ জুন) শেরেবাংলা নগরে একনেক সভায় সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের অনুমোদনের সময় এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমলাতন্ত্র মন্দ নয়। এর বিকল্পও নেই। আমলাতন্ত্রের বাইরে কেউ যেতে পারেনি।’
তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘সোভিয়েত ইউনিয়ন পারেনি, চীনও পারেনি। এমনকি ফেরাউন, খলিফার আমলেও কেউ আমলাতন্ত্রের বাইরে যেতে পারেনি। আমিও ছোট-খাটো আমলা ছিলাম, এখন আমি বড় আমলা।
ফেরাউনের প্রসঙ্গ তোলার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘এটা কথা প্রসঙ্গে বলা। ফেরাউনকে এখানে নেতিবাচক হিসেবে তুলে ধরছি না। ফেরাউন শক্তিশালী সরকার ছিল।’