কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় চেধৈুরীর নেতৃত্বে এসআই খালেকুজ্জামান ও এএসআই মহসিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বাণিপুর এলাকা থেকে ২ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেল আটক করে আসামি বাক্ প্রতিবন্ধী মাদক ব্যবসায়ী আফসার উদ্দিন (৩০) ও জোবায়ের দেওয়ান(৩১)কে গ্রেফতার করা হয় ২কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন জোড় কানন হোটেলের সামনে রাস্তার উপর থেকে ৬০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদক এসকাফ সিরাফসহ মাদক ব্যবসায়ী রবিউল হাসান, মোঃ শাকিল ও রহমতউল্লাহকে গ্রেপ্তার করে।
এছাড়াও কুমিল্লা জেলার দাউদকান্দি সার্কেল সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে চান্দিনা থানার এসআই মোঃ আব্দুস সুলতান সঙ্গীয় ফোর্সসহ চান্দিনা থানাধীন কাঠেরপুল রাস্তার মাথা হইতে ৪ কেজি গাঁজাসহ তিন মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন প্রকাশ বৃষ্টি (২৭),সুবর্ণা (২৫) ও পুতুল (২২)কে গ্রেপ্তার করে। কুমিল্লা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে অব্যাহত রয়েছে।