খুলনার ফুলতলা উপজেলার মিলিটারি কলিজিয়েট স্কুলের কাছাকাছি জনৈক মনিরুল ইসলামের কৃষি জমি থেকে একটি পরিত্যক্ত মর্টার সেল উদ্ধার হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জমিতে কাজ করার সময় ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের মর্টার সেলটি তিনি দেখতে পান। খবর পেয়ে বিকালে পুলিশ তা উদ্ধার করে। পরীক্ষার পর এ বিষয়ে তথ্য দেয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে আশির দশকে জায়গাটি সেনা ফিল্ড ফায়ারিং রেঞ্জ হিসেবে ব্যবহৃত হত। মর্টারটি সে সময়ের হতে পারে।