কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ী বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার দুপুরে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বের হয়ে দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজুল বারীর নেতৃত্বে এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই মোঃজহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কংশনগর গোমতী হাসপাতালের সামনে দু্ই যুবকে আটক করে এ সময় তাদের নিকট থাকা স্কুল ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামী উপজেলার বারেশ্বর গ্রামের মমিনুলের ছেলে মেহেদী হাসান ও ছায়েদ আলীর ছেলে নুরুল ইসলাম ।