গাজীপুরে শাসন করতে গিয়ে নিজের মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার নিহতের বাবা বজরুল রহমান বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন।
নিহত উম্মে হুমায়রা বিজলী বরিশালের মুলাদী উপজেলার বাহাদুরপুর এলাকার বজলুর রহমানের মেয়ে। তার মা হেলেনা বেগম একই উপজেলার বাহাদুরপুর এলাকার হানিফ খানের মেয়ে। উম্মে হুমায়রা বিজলী স্থানীয় পুলিশ লাইন্স স্কুলে ১০ শ্রেণিতে পড়াশোনা করতো।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ফারুক জানান, বজলুর রহমান স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চান্দনা গ্রামের বুড়ির মোড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে নিরাপত্তা প্রহরীর চাকরি করেন। গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে বড় মেয়ে উম্মে হুমায়রা বিজলীকে শাসন করছিলেন তার মা হেলেনা বেগম। একপর্যায়ে মেয়ে বিজলীর গায়ে কোরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন মা হেলেনা। এসময় ওই বিজলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। ততক্ষণে বিজলীর শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বিজলীকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে বিজলী মারা যায়। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিহতের মা হেলেনাকে গ্রেপ্তার করা হয়েছে।