রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।গ্রেফতারকৃতের নাম- পারভেজ ইসলাম ওরফে সবুজ (৩০)। এসময় তার হেফাজত থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ২২ মে, ২০২১ (শনিবার) বিকাল ৪:০৫ টায় বংশাল থানার মালিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে।