রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ সুলতান, মোছাঃ বকুল বেগম, মোঃ শাহজাহান মোল্লা ও মোঃ ওমর সানি।
২২ মে, ২০২১ (শনিবার) বিকাল ৫:৩০ টায় মতিঝিল থানার ফকিরাপুল ডি আই টি এক্সটেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে মতিঝিল এলাকায় অবস্থান করছে মর্মে সংবাদ পান। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম মতিঝিল থানার ফকিরাপুল ডি আই টি এক্সটেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে তারা ঢাকা ও আশাপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।