ভোলা- লক্ষ্মীপুর নৌরুটে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ট্রলারে করে যাত্রী পারাপারের দায়ে ১২ মাঝিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে যাত্রী পরিবহন করা ১৫টি ট্রলার। সোমবার (১০ মে) দিনভর অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের আটক করেছে।
আটককৃতরা হলেন, বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ. রহিম, মো. রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট, মতিরহাট ও ভোলার ইলিশা ইউনিয়নে।