একটি গ্রাম একটি দেশ মাদকমুক্ত বাংলাদেশ এ শ্লোগানে কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম।
কুমিল্লা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনা অনুযায়ি মাদক বিরোধী ধারাবাহিক অভিযানে ডিবি পুলিশের এলআইসি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ও নগদ ৩ লক্ষ ত্রিশ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
পুলিশ সুত্র জানায়, গতকাল ৮ মে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এলআইসি টিমের ইনচার্জ এসআই পরিমল চন্দ্র দাস পিপিএমের নেতৃত্বে এএসআই আরিফ হোসেন, মোহাম্মদ আলী সঙ্গীয় কনস্টেবল ইসমাইল হোসেন,জিন্নাহ ফোর্সসহ কুমিল্লা মহানগরীর ছোটরা,তেলিকোনা ও মনোহরপুরে পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতার আসামিদের মধ্যে নগরীর ছোটরা এলাকা থেকে মাদক ব্যবসায়ী আজহারুল ইসলাম জসিমকে, নুরপুর তেলিকোনা থেকে আজগর আলী ও মনোহরপুর থেকে আবু জাফরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামিরা সংঙ্গবদ্ধ মাদক ব্যবসায়ী। ধৃত আসামিদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।