নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিদেশী (ভারতীয় ও পাকিস্তানি তৈরি) বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চোরাই শাড়ি ও লেহেঙ্গাসহ আবুল কালাম (২৭) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার (৪ মে) আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চোরাই শাড়ি ও লেহেঙ্গার চালানসহ তাকে গ্রেফতার করে র্যাব-১০ ব্যাটালিয়ানের একটি দল।