ঢাকা গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার রাত ১১টা ৫১ মিনিটে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্ষুদে বার্তায় র্যাব জানায়, ‘হাসপাতালটির এমডি ফয়সাল আল ইসলামকে (৩৪) রাজধানীর একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়’।
গ্রেফতার ফয়সাল হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিনের বড় ছেলে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার বিকেলে ফয়সালসহ সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালটির ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করে র্যাব।