মাদকমুক্ত কুমিল্লা গড়তে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা ও থানা পুলিশ প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। উক্ত মাদক বিরোধী অব্যাহত অভিযানে গত দুই দিনে কুমিল্লা জেলা গোয়েন্দা ও থানা পুলিশ বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায় জড়িত ১২ জনকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার ৩০ এপ্রিল জেলা ডিবি পুলিশের এসআই শাহীন কাদিরের নেতৃত্বে একটি টিম মহানগরীর ফৌজদারি মোড়ে অভিযান চালিয়ে একটি সিএনজিসহ মাদক ব্যবসায়ি রুবেলকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির হেফাজত থেকে সিএনজিতে রাখা দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও বৃহ:পতিবার মাদক বিরোধী অপর একটি অভিযানে সদর দক্ষিন উপজেলার আলমপুর এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ ইব্রাহিম মিয়া ও ইউনুস নামে দুই মাদক ব্যবসায়িকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার করে এসআই শাহীন কাদির।
ডিবি পুলিশের পৃথক টিম আরোও একাধিক মাদক বিরোধী অভিযান চালিয়ে সদর উপজেলার পাঁচথুবী ইউপির পশ্চিম মাঝিগাছা এলাকা থেকে একটি সিএনজি ও ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আক্কাস মিয়া, সহিদ আলম,সোহাগ মিয়া ও আমির হোসেন নামের চারজনকে গ্রেফতার করে । এছাড়াও ডিবির অপর একটি টিম গত বৃহ:পতিবার পৃথক দুটি অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বাংগরা বাজার থানাধীন নোয়াগাঁও এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ নাছির মেম্বারকে আটক করে।অপর অভিযানে একই থানাধীন রামচন্দ্রপুর ইউপির আলিয়াকান্দি গ্রাম থেকে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোতালেব হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এছাড়াও কুমিল্লা জেলার বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বরুড়া থানাধীন ডেউয়াতলী গ্রামে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বোরহানকে গ্রেফতার করে।
এ দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক অপারেশনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউপির সৈয়দপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মনজু ও সুজন মিয়া নামের দুজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে ডিবি ও থানা পুলিশ।