১৯২১ সালে বাবু সুতিশ চন্দ্র পাল নারায়নগন্জ জেলা টানবাজার এলাকায় বাংলাদেশের প্রথম কারখানা গড়ে তুলেন,তারপর ধীরে ধীরে নারায়ণগঞ্জ শিল্প কারখানা হিসাবে প্রতিষ্ঠিত হয়।বর্তমানে উকিল পাড়া নয়ামাটি দেওভোগ এবং টানবাজার হোসিয়ারী পল্লী হিসাবে খ্যাতি অর্জন করে।এসব হোসিয়ারী পল্লী থেকে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার ও বেশী লেনদেন হয়।
গোটা হোসিয়ারী পল্লী থেকে নারায়ণগঞ্জ সহ দেশের অর্থনীতি ও পোশাক চাহিদা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে কিন্তু বর্তমানে গোটা হোসিয়ারী পল্লী খুব ঝুকিপূর্ণ হিসাবে রয়েছে।হোসিয়ারীর বর্তমান বহুতল বিল্ডিং গুলো খুব ঝুকিপূর্ণ হিসাবে আছে, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘঠতে পারে।বর্তমানের রোড গুোলো চিকন হওয়ায় এবং পানির উৎস না থাকায় ফায়ার সার্ভিসদের খুব বেগ পেতে হবে!গত অর্থ বছরে ৪৭ টি মামলা দায়ের হয়।চলতি বছর ১৩ টি সহ মোট ৬০ মামলা দায়ের করা হবে।
শন্কা প্রকাশ করে এক কর্মকর্তা বলেন যে কোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।