কুমিল্লা জেলা গোয়েন্দা ( ডিবি )িপুলিশের এলআইসি টিমের পৃথক দুটি অভিযানে নগরীর চাঁনপুর বউবাজার থেকে পেশাদার ৪ ছিনতাইকারীকে তিনটি চাকুসহ গ্রেফতার করে। পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে ডিবি পুলিশ
ডিবি সুত্র জানায়, কুমিল্লা শহরকে ছিনতাইমুক্ত ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশ সুপার ফারুক আহমেদ এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের ইনচার্জ এসআই পরিমল চন্দ্র দাস পিপিএমের নেতৃত্বে এএসআই আরিফ হোসেন, এএসআই জিন্নাহ সঙ্গীয় কন্সেটবল ইসমাইল হোসেন, ফারুক আহমেদকে নিয়ে কুমিল্লা সদর উপজেলার কোতয়ালী থানাধীন চাঁনপুর বউ বাজার এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী নাঈম মিয়া, শাহ আলম, বাদশা মিয়া ও আরাফাত হোসেন নামের ৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ছ্তিাইকাজে ব্যবহৃত তিনটি সুইস গিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে পুর্বে মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
এছাড়া পৃথক আরোও একটি অভিযানে গোয়েন্দা পুলিশের একই টিম বুড়িচংয়ের জগৎপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ চড়ানল গ্রামের ইকবাল ও এক নারীসহ দুজন মাদক ব্যবাসয়িকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। ধৃত আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে কোর্টহাজতে প্রেরণ করে ডিবি পুলিশ।