ছবিতে প্রদর্শিত ব্যক্তি প্রতারণা মামলার সন্দিগ্ধ অভিযুক্ত। প্রতারকের নাম মোঃ সুজন। সে ও তার সহযোগীরা ফ্ল্যাট ক্রয়ের বিপরীতে প্রতারণার মাধ্যমে ঢাকা ব্যাংকের গোড়ান শাখা হতে হোম লোন গ্রহণ করেন এবং উক্ত টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ৭ ডিসেম্বর, ২০২০ খিলগাঁও থানায় একটি প্রতারণা মামলা রুজু হয়। উক্ত প্রতারককে গ্রেফতারে সহায়তার আহ্বান জানিয়েছে পুলিশ।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান কেউ জেনে থাকলে গোয়েন্দা খিলগাঁও জোনাল টিমের টিম লীডার (মোবাইল ০১৩২০-০৪৫৯৮৩) এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।সুত্র:ডিএমপিনিউজ।