করোনা পরিস্থিতির কারণে এলাকার কোরবানির পশুর হাটে কেনাবেচা একেবারেই কম। উপরন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ার আশঙ্কায় অনেকেই হাটে আসতে চাচ্ছেন না। এই পরিস্থিতিতে মৃত্তিকা ডেইরি ফার্মের মতো বেশ কয়েকজন খামারমালিক গ্রামে বসেই অনলাইনে গরু বিক্রির উদ্যোগ নিয়েছেন। এতে সাড়াও মিলেছে বেশ।পাবনা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনার ভাঙ্গুড়া উপজেলাটি চলনবিলের মধ্যে পড়েছে। চারদিকে সবুজ আর সবুজ। এই উপজেলার গরুর খামারের জন্য খ্যাতি রয়েছে। উপজেলায় প্রায় ৮০০টি গরুর খামার রয়েছে। দুধ উৎপাদনের পাশাপাশি এসব খামারে গরু মোটাতাজাকরণ কার্যক্রম চলে। প্রতিবছর ঈদুল আজহাকে সামনে রেখে খামারিরা গরু পালন করেন। ঈদের আগে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে খামার থেকে গুরু কিনে নিয়ে যান। চলতি মৌসুমেও এসব খামারে প্রায় পাঁচ হাজার গরু পালন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে খামারগুলোতে সেভাবে ক্রেতার দেখা মিলছিল না। এ কারণে স্থানীয় খামারিরা অনলাইনে গরু বিক্রির সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী তাঁরা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে গরুর ছবি ও ভিডিও ছড়িয়ে দিতে থাকেন।গরু দেখে দাম নির্ধারন করে গাড়ী দিয়ে পাঠানো হচ্ছে গরু।কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গরু বিক্রির কার্যক্রম চলছে।