কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা ছিলেন।
কুমিল্লার সামাজিক সংগঠন “বিবেক” এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু’র নেতৃত্বে বিবেক সদস্যরা রুহুল আমিনের মৃতদেহ হাসপাতাল থেকে গ্রহন করে গোসল ও জানাজা শেষে দাফন সম্পন্ন করে। দাফন শেষে মৃতের পরিবারের লোকজনকে নিয়ে বিবেক সদস্যরা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।