কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার বুড়িচং ঘোষনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই জনকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, জেলার বুড়িচংয়ের শংকুচাইল গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন ভূইয়া (৩২) ও একই উপজেলার মিরপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ এনামুল হক (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।