কুমিল্লা মহানগরীর সংরাইশে একটি মাদ্রাসা কক্ষের লেপ তোষকের স্তুপ থেকে সজিব নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার রাত ৮ টায় নগরীর ১৬ নং ওয়ার্ড সংরাইশ পাকপাঞ্জতান মুজিবীয়া সুন্নিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। জগন্নাথপুর আলমগীর হোসেনের ছেলে সাব্বির হোসেন সজিব । বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক। এ ঘটনায় লাশ উদ্ধার ও সন্দেহ জনক তিন জন শিক্ষককে জিঙ্গানাবাদের জন্য আটক করা হয়।
নিহত শিশুটির মা ফুলমতি বেগম জানান, রবিবার সন্ধ্যায় তিনি ছেলের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় আসেন। তখন সজিবকে না দেখে জিজ্ঞেস করলে প্রধান শিক্ষক জোনাইদ আহমেদ জানান, সজিবকে ছুটি দিয়েছেন। তবে সজিব বাড়ি যায়নি। পরে খোঁজ করে মাদ্রাসার ভেতর লেপতোশকের স্তূপে সজিবের লাশ দেখতে পায় তার মা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। এখনো নিশ্চিত না কিভাবে তার মৃত্যু হয়েছে। তিনি জানান মাদ্রাসার প্রধান শিক্ষকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্তপুর্বক বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।