রাজধানীর বাড্ডা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন পুরাতন জেএমবি’র আমির’কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম-রেজাউল হক ওরফে রেজা ওরফে তানভির মাহমুদ ওরফে শিহাব ওরফে আহনাফ (৩৭)
১০ এপ্রিল, ২০২১ (শনিবার) বিকাল ৫.৫০ টায় বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোম্ব ডিসপল ইউনিট। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রেজাউল হক ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন। দীর্ঘ কারাভোগের পর ২০১৭ সালে তিনি জামিন পেয়ে পুনরায় জেএমবি’র কার্যক্রমের সহিত জড়িত হন।সে মূলত জামায়তুল মুজাহেদীন এর আমির সালাউদ্দিন সালেহীন এর নির্দেশে বাংলাদেশে জেএমবি’র কার্যক্রম পরিচালনা করেন। তিনি জেএমবি’র বর্তমান ভারপ্রাপ্ত আমির এবং দাওয়া ও বাইতুলমাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশব্যাপী সাংগঠনিক সফরের মাধ্যমে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করেন।
এছাড়াও সারা দেশে জেএমবি’র সদস্যদের নিকট হতে গৃহীত চাঁদার টাকা জেএমবি’র কথিত ফান্ড (বাইতুলমাল) তত্ত্বাবধান করাসহ গ্রেফতারকৃত সদস্যদের পরিবারের মাঝে সংগঠনের আর্থিক অনুদান বিতরন কার্যক্রম পরিচালনা করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়,বিভিন্ন অনলাইন মাধ্যমে সারাদেশে থাকা জেএমবি’র সদস্যদের মাঝে নিয়মিত উগ্র-মৌলবাদী বিষয় সম্বলিত বক্তব্য প্রচার করেন তিনি।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের ০১টি মামলা তদন্তাধীন ও জিআরপি এবং বিমানবন্দর থানার ০২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।