কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে জেলার চৌদ্দগ্রাম উপজেলার প্রতাপপুর এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ডিবি সুত্র জানায়, গতকাল বৃহ:পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহিন কাদির সঙগীয় ফোর্স নিয়ে চৌদ্দগ্রাম উপজেলার মহাসড়কের প্রতাপপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মোবারক হোসেন নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। ধৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ। ধৃত আসামির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের করে।