কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে সদর চাঁনপুর ব্রীজ এলাকায় একটি সিএনজি ও ৬০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানায়, বুধবার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার চাঁনপুর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি সিএনজি অটোরিক্সা আটক করেন। এ সময় সিএনজিতে থাকা জসিম উদ্দিন প্রকাশ নায়ক জসিম (৩৮) ও জাকির হোসেন মিন্টু (৩৮) নামের দুজনকে আটক করে তাদের দেহে তল্লাশী চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করে পুলিশ।