নেত্রকোনা থেকে অপহরণ হওয়ার পর সিলেট থেকে উদ্ধার তিন বছরের শিশু পূজাকে তার বাবার হাতে তুলে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উদ্ধার করে রাত ৮টায় পুলিশের টিমটি নেত্রকোনায় পৌঁছায়।
এদিকে হারানো শিশুটিকে বুকে পেয়ে নতুন জীবন পেয়েছে বলে অভিব্যক্তি প্রকাশ করেন শিশুটির বাবা রিপন দেবনাথ। তিনি বলেন, শিশু হারানো মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন। আর যেনও কারোর বেলায় এমন না হয়। পুলিশকে ধন্যবাদ জানিয়ে ওই অপহরণকারী রিনার দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।
নেত্রকোনা মডেল থানার কনফারেন্স কক্ষে অপহরণের ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, সদর সার্কেল মোরশেদা খাতুন ও মডেল থানার ওসি তাজুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে অন্য কেউ জড়িত ছিলো কি না জানা যাবে। আমরা মাত্র শিশুটিকে তার পরিবারের কাছে তুলে দিলাম। রিনার স্বামী খাইরুল ইসলামকেও আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হবে আগামীকাল থেকে। কী কারণে শিশুটিকে অপহরণ করেছে; এগুলো জানা যাবে।
শিশুটির পরিবার জানায়, পূজার মা রোববার সন্ধ্যায় দোকানে কয়েল আনতে যায়। এ সময়ে তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় রিনা আক্তার। পরে শিশুটির মা বাসায় আসলে ৫ বছরের বড় শিশুটি বলে দেয় রিনা তার বোনকে নিয়ে গেছে। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় মামলা দায়ের করেন শিশুর বাবা।