বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ আয়শা আক্তার সাদিয়া ও পুস্পিতা আক্তার লিমা নামের দুই স্কুলছাত্রী তিন দিনেও বাড়ি ফেরেনি। তারা সম্পর্কে খালা-ভাগনি।
গত ৩ এপ্রিল দুপুরে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন তারা। এ ঘটনায় নিখোঁজ ছাত্রী আয়শার বাবা রাজ্জাক খলিফা মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দুশ্চিন্তায় দিন পার করছেন তাদের পরিবারের সদস্যরা। আয়শা আক্তার সাদিয়া মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের রাজ্জাক খলিফার মেয়ে। পুস্পিতা আক্তার লিমা একই এলাকার মোঃ লিটন খানের মেয়ে।
জানা গেছে, গত ৩ এপ্রিল দুপুরে সাদিয়া ও পুস্পিতা স্কুলে প্রাইভেট পড়তে যায়। পরে তারা আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনার পর পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে অবশেষে থানা সাধারণ ডায়েরি করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের অভিভাবক একটি সাধারণ ডায়েরি করেছেন। তাদের খুঁজে বের করার জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর..