কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে হাফেজ সাফায়েতুল্লাহ নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। তিনি মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা মিসবাহুল উলুম মাদরাসার ছাত্র। তার বাবার নাম আব্দুল গাফফারের ছেলে। স্থানীয়রা জানান, রোববার (০৪ এপ্রিল) মাদরাসার আবাসিক ছাত্র সাফায়েতুল্লাহ সন্ধ্যার পর ঝড়ের সময় মাদরাসার টয়লেটে যান। এ সময় একটি বিশাল রেইনট্রি গাছ টয়লেটের ওপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দিকে সন্ধ্যার পর প্রায় তিন ঘন্টা ব্যাপী বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য গাছপালা ও কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। বিভিন্ন স্থানে রাস্তার ওপর ভেঙ্গে পড়েছে বড় বড় গাছ। অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, রোববার (০৪ এপ্রিল) মাদরাসার আবাসিক ছাত্র সাফায়েতুল্লাহ সন্ধ্যার পর ঝড়ের সময় মাদরাসার টয়লেটে যান। এ সময় একটি বিশাল রেইনট্রি গাছ টয়লেটের ওপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ দিকে সন্ধ্যার পর প্রায় তিন ঘন্টা ব্যাপী বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য গাছপালা ও কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। বিভিন্ন স্থানে রাস্তার ওপর ভেঙ্গে পড়েছে বড় বড় গাছ। অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
এ জাতীয় আরো খবর..