1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন : চি‌কিৎসার অভা‌বে বিছানায় প‌ড়ে আ‌ছে মামুন আদমদীঘিতে আ’লীগের উদ্যোগে মুজিব নগর দিবস পালন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন

মামুনুল হক‌কে নি‌য়ে ফেসবু‌কে আপ‌ত্তিকর স্ট‌্যাটাস- যুবলীগ নেতা পু‌লিশ হেফাজ‌তে

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪৮৭ বার পঠিত

বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে এক নারীর ছবি সংবলিত আপত্তিকর মন্তব্য করায় সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় এমাদ আহমেদ জয় নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত জয় উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার বাদাঘাট বাজারের বাদামপট্টি থেকে তাকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

জানা যায়, কথিত এক নারীর ছবির সাথে প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য লিখে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। পরে তা স্থানীয় এলাকাবাসী, আলেম ও হেফাজত নেতাকর্মীদের নজরে পড়লে এ নিয়ে আলেমসমাজ ও হেফাজতের অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দেয় এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন বলেন, ‘প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করায় আমরা তাহিরপুর থানায় ওসি আব্দুল লতিফ তরফদারকে অবগত করলে তিনি নিজে এসে বাদাঘাট বাজারের বাদামপট্টি থেকে এমাদকে আটক করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল লতিফ তরফদার ঘটনা নিশ্চিত করে বলেন, ‘এ নিয়ে যাতে এলাকায় বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ওই যুবককে আটক করে আপাতত পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ নিয়ে পরবর্তী সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রোববার দুপুরে আলেম সমাজের নেতৃস্থানীয়দের নিয়ে থানায় মতবিনিময় করি। সবাই নিজ নিজ অবস্থান থেকে পুলিশকে সহযোগিতা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।সুত্র:নয়া‌দিগন্ত

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com