হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মায়ের ফেলে যাওয়া কন্যাশিশুটি ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।শনিবার ( ৩ এপ্রিল) শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে এবং তাকে সময়মতো খাওয়ানো হচ্ছে বলে জানানো হয়। নিয়ম অনুযায়ী এ শিশুকে শিশুনিবাসে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট মাসের এক কন্যাশিশুকে ফেলে চলে যান সৌদি এয়ারলাইন্সে করে আসা এক নারী যাত্রী। বৃহস্পতিবার রাত ২টা থেকে সকাল পর্যন্ত শিশুর সঙ্গে থাকলেও সকাল ৮টার দিকে একাই বিমানবন্দর ছেড়ে যান ওই নারী।
সকালে ঘুম ভাঙা শিশুটি কেঁদে উঠলে বিষয়টি নজরে আসে এয়ারপোর্ট এপিবিএনের এক সদস্যের। শিশুটিকে তারা উদ্ধার করেন। আপাতত শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার সিদ্ধান্ত নিয়েছে এপিবিএন।
এ জাতীয় আরো খবর..