ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংস কর্মকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা হয়েছে ১৯টি মামলা। মামলায় ১৩৯ জনের নাম উল্লেখ করে ২০/২২ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ২৬ মার্চ থেকে সহিংসতা শুরু হওয়ার পর গত আট দিনে এজহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করনে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন।
হেফাজতের সমর্থকরা ব্রাক্ষণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।এ সময় পুলিশের সাথে সংঘর্ষে সদর হাসপাতালের তথ্য অনুযায়ী নিহত হয় ৯ জন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতার ঘটনায় সদর মডেল থানায় ১৫টি, সরাইল থানায় দুটি ও আশুগঞ্জ থানায় দুটি মামলা করা হয়। এসব মামলায় সদর মডেল থানা পুলিশ ২১ জনকে,আশুগঞ্জ থানা পুলিশ চারজনকে এবং সরাইল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।