রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সোহাগ (২২)।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১ এপ্রিল ২০২১) ১৬.২৫ টায় যাত্রাবাড়ী থানার ঢাকা- চট্রগ্রাম সড়কের জোড়া খাম্বা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর জোনাল টিম। এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।