1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

৪০ পিস স্কার্পসহ গ্রেফতার জু‌য়েল পু‌লি‌শকে দি‌ল ভূয়া ঠিকানা

তপু-কিমজং:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৮৩৭ বার পঠিত
ফাইল ফ‌টো

ফল‌োআপ:

কু‌মিল্লা বু‌ড়িচং থানা পু‌লি‌শের নিকট ১৫ মার্চ ৪০ পিস ভারতীয় আমদা‌নি নি‌ষিদ্ধ স্কার্প সিরাপসহ গ্রেফতার মাদক সম্রাট জু‌য়েল মামলায় ভূয়া ‌ঠিকানা প্রকাশ করার অ‌ভি‌যোগ পাওয়া গি‌য়ে‌ছে।

জানা যায়, চল‌তি মা‌সের ১৫ মার্চ মঙ্গলবার কু‌মিল্লা বু‌ড়িচং থানা পু‌লি‌শের অ‌ফিসার ইনচার্জ মোজা‌ম্মেল হ‌কের নেতৃ‌ত্বে  এসআই বিনোদ দ‌স্তির, এএসআই জ‌হিরুল ইসলাম, ওয়াহীদ উল্ল‌্যাহ সঙ্গীয় ফোর্স নি‌য়ে থানা এলাকার ২ নং বাকশীমুল ইউ‌পির জামতলা এলাকায় মাদক বি‌রোধী বি‌শেষ অ‌ভিযান চালায়, এসময় ‌৪০ বোতল ভারতীয় স্কার্প সিরাপসহ জু‌য়েল না‌মের এক মাদক ব‌্যবসা‌য়িকে গ্রেফতার ক‌রে থানা পু‌লিশ। প‌রে আসা‌মি‌কে মাদকসহ থানায় হা‌জির ক‌রে মামলা দা‌য়েরের সময় আসা‌মি নি‌জে‌কে ধর্মপুর এলাকার নুর আল‌মের ছে‌লে জা‌হিদুল হাসান জু‌য়েল ব‌লে পু‌লি‌শের নিকট জানায়। পু‌লিশ জু‌য়ে‌লের বিরু‌দ্ধে মাদক আই‌নে মামলা দা‌য়ের ক‌রে আদাল‌তে পাঠায়।পু‌লি‌শের নিকট দেওয়া ঠিকানা ও মামলা এজাহার যাচাই‌য়ে দেখা যায় জু‌য়েল নি‌জের নাম ও পিতার নাম ঠিক রে‌খে বাড়ীর ঠিকানা ভূয়া দেখায়।বিশ্বস্ত এক‌টি সুত্র জানায়, জু‌য়ে‌লের বা‌ড়ি মুলত শাসনগাছার মুড়াপাড়া এলাকায়, নি‌জে‌কে বাঁচা‌তে জু‌য়েল নি‌জের নাম ও পিতার নাম ঠিক রে‌খে ভূয়া ঠিকানা প্রকাশ ক‌রে,  জা‌মি‌নে আস‌ার পর পু‌লিশের চোখ ফাঁ‌কি দি‌তে ভূয়া ঠিকানা ব‌্যবহার ক‌রে জু‌য়েল‌। ‌পু‌লিশ স‌ঠিক তদন্ত কর‌লে জু‌য়ে‌লের নানা অপকর্ম, মাদক ব‌্যবসাসহ তার স‌ঠিক প‌রিচয় ও বাড়িীর ঠিকানা বে‌ড়ি‌য়ে আস‌বে ।শাসনগাছা এলাকার সরকার দলীয় এক নেতার ছত্রছায়ায় ‌থে‌কে জমজমাট মাদক ব‌্যবসা চা‌লি‌য়ে যা‌চ্ছে জু‌য়েল।

এক‌টি বিশ্বস্ত সু‌ত্রে জানা যায়, জা‌হিদুল হাসান জু‌য়েল ইয়াবা ডিলার হি‌সে‌বে কু‌মিল্লা শাসনগাছা,মুড়াপাড়া ও ধর্মপুর এলাকায় পাইকা‌রি বি‌ক্রি ক‌রে দেয়, ওই এলাকায় এক না‌মে সক‌লে চি‌নেন ও জা‌নেন। ধর্মপুর এলাকার এক ব‌্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায়, জু‌য়েল ধর্মপুর, শাসনগাছা এলাকায় একা‌ধিক মাদক স্প‌টে ইয়াবা সরবরাহ ক‌রে। এছাড়াও কা‌লিরবাজা‌রের ইয়াবাডন আ‌রিফ ও অরু‌নের নিকট বি‌দে‌শে ইয়াবার বড় বড় চালান পাঠাত, ক‌রোনা রো‌গের বিস্তার শুরু হ‌লে সারা বিশ্বে যোগা‌যোগ ব‌্যবস্থা অ‌নেকাং‌শে বন্ধ হ‌য়ে যায়। শুরু ক‌রে ভারতীয় সীমান্ত এলাকা থে‌কে পাইকা‌রি ইয়াবা ফেন‌সি‌ডিল ,স্কার্প ও ম‌দসহ জমজমাট মাদক ব‌্যবসা।

মাদক ব‌্যবসা‌য়ি জু‌য়ে‌লের বিষ‌য়ে জান‌তে চাই‌লে বু‌ড়িচং থানার ও‌সি জানায় , ভুল ঠিকানার বিষ‌য়ে ধৃত আসা‌মির নাম ঠিকানার বিষ‌য়ে খোজ খবর নেওয়া হ‌চ্ছে , সত‌্যতা পে‌লে তার বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে ব‌লে জানান তি‌নি।‌আ/স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com