কোভিড-১৯ সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আবারও গণপরিবহনে ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে গণপরিবহন নিয়ে এই নির্দেশনা দেয়া হয়। তবে কবে থেকে এই আইন কার্যকর হবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। করোনার বিস্তাররোধে আসন সংখ্যা সীমিত করায় ভাড়া বাড়ানোর জন্য সিদ্বান্ত হবে বলে জানান পরিবহন কর্মকর্তারা।