নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী পিতা-পুত্র মহামারি করোনায় আক্রান্তে হয়ে সাত দিনের ব্যবধানে মারা গেছেন।
শনিবার (২৭ মার্চ) কালিরবাজার নিবাসী স্বর্ণ ব্যাবসায়ী লক্ষন চন্দ্র বর্মন (৩৬) করোনা আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় যান।
এর আগে গত সপ্তাহে লক্ষন চন্দ্র বর্মন এর পিতা কার্তিক বর্মণও করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বিষয়টি নিশ্চি করেছেণ টিম খোরশেদ।
লক্ষন চন্দ্র বর্মন এর পরিবারের আহ্বানে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শশ্মানে মরদেহ সৎকার সম্পন্ন করেন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা। এ নিয়ে টিম খোরশেদের ১৫৭ তম দাফন-সৎকার সম্পন্ন হলো।
১৫৭ তম দাফন-সৎকার টিমে ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, মোঃশহীদ, আলী সাবাব টিপু, ইসতিয়াক খন্দকার নকীব ও নাইম মোল্লা।