আরব আমিরাতে পর্যটক টানতে নতুন দুইটি ভিসা প্রণয়ন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এগুলো হলো রিমোট ওয়ার্ক ভিসা ও মাল্টিপল এনট্রি ট্যুরিস্ট ভিসা। রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবংদেশটির রাজধানী দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক টুইটবার্তায় এসব তথ্য জানান।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, রিমোট ওয়ার্ক ভিসার মেয়াদ হবে এক বছর। রিমোট ওয়ার্ক ভিসার আওতায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিদেশি কর্মীরা আমিরাতে প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন। আমিরাতের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে হলে এখানে আসতে হবে। এ ভিসার মাধ্যমে সেই বাধ্যবাধকতা শিথিল করা হলো।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, রিমোট ওয়ার্ক ভিসার মেয়াদ হবে এক বছর। রিমোট ওয়ার্ক ভিসার আওতায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিদেশি কর্মীরা আমিরাতে প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন। আমিরাতের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে হলে এখানে আসতে হবে। এ ভিসার মাধ্যমে সেই বাধ্যবাধকতা শিথিল করা হলো
এই ভিসার মেয়াদ হবে পাঁচ বছর। অন্যদিকে, চলতি বছর জানুয়ারি থেকে পর্যটকদের এক বছরের মাল্টিপল ভিসা দেওয়া শুরু করেছিল আমিরাত। রোববারের সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৫ বছর করারোববারের টুইটবার্তায় সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘অদূর ভবিষ্যতে বিশ্বের অর্থনৈতিক রাজধানী হবে সংযুক্ত আরব আমিরাত। আমরা সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি।’
Leave a Reply