গোমতী নদীর তীরের বাঁধ কেটে বসানো অবৈধ পাইপ উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গত বছর ওই নদী থেকে বালু উত্তোলন করে জলাশয় ভরাট করতে পাইপ বসানো হয়। পরে সেখানে পরিবেশ অধিদপ্তর সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তাদের এ কার্যক্রম অব্যাহত থাকে। অবশেষে মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে অবৈধ এসব পাইপ উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
গোমতীর তীরের সুরক্ষা বাঁধ কেটে পাইপ বসানোর পর গত বছরের ২১ নভেম্বর সমকালের শেষের পাতায় ‘লাল পতাকা টানিয়ে জলাশয় ভরাট কুমিল্লায়, প্রশাসনের অভিযানেও নির্বিকার মাটি ব্যবসায়ীরা’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর সংশ্নিষ্ট মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরপরও প্রভাবশালী মহলের চাপে অবৈধভাবে স্থাপিত পাইপ অপসারণ থেকে বিরত থাকে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চাঁনপুর-শুভপুর এলাকার ওই বাঁধ কেটে স্থাপিত পাইপ উচ্ছেদ করা হয়। এ ছাড়া সেখানে পাইপ স্থাপনের ফলে ঝুঁকিপূর্ণ স্থানটি বুলডোজার দিয়ে চলাচল উপযোগী করা হয়। এ অভিযানে অংশ নেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, মাহমুদুল হাসান রাসেল ও তাসমিন আক্তার।সুত্র:সমকাল